পিচ ঢালাই মেশিনে আগুন, গুরুতর দুই শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ মরিয়মনগরে রাস্তা সংস্কার করার কাজে লিপ্ত দুই শ্রমিক পিচ ঢালাই মেশিন বিস্ফোরিত হয়ে গুরুতরভাবে আহত হয়েছে৷ আহতরা রতন মিশ্র ও উত্তম সরকার৷ তাদের বাড়ি তেলিয়ামুড়ার তুইসিন্দ্রাই এলাকায়৷ জানা যায়, ঠিকেদার দুলাল দেবনাথ ও ইন্দ্রজিৎ দাসের সঙ্গে মরিয়ম নগরে রাস্তা সংস্কার করার কাজ করতে এসেছিল শ্রমিকরা৷ মরিয়ম নগরে  ঐতিহ্যবাহী খ্রিস্টমাস মেলা উপলক্ষ্যে সেখানকার রাস্তাঘাট সংস্কারের কাজ চলেছে৷ রাস্তায় পিচ ঢালাই করার জন্য মেশিনে পিচ গরম করা হচ্ছিল৷ সেখানেই কর্মরত ছিল রতন মিশ্র ও উত্তম সরকার নামে দুই শ্রমিক৷ হঠাৎ পিচ ঢালাই মেশিনটি বিস্ফোরিত হয়৷ গরম পিচ শরীরে পড়ে ঝলসে যায় শ্রমিকদের শরীর৷ আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে জিবি  হাসপাতালে নিয়ে যাওয়া  হয়৷ তাদের অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে৷ পিচ ঢালাই মেশিনটি পুরোনো হওয়াতেই এই ঘটনা ঘটেছে বলে আশঙ্কা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *