আমবাসায় দুই ট্রাক পিষে মারল যুবককে, কুমারঘাট ও বিশ্রামগঞ্জে জখম আটজন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/আগরতলা, ১৫ ডিসেম্বর৷৷ ছেচরিমাই এলাকায় বৃহস্পতিবার বুলেরো ডিআই এবং মারুতী ভ্যানের

বিশ্রমাগঞ্জে দূর্ঘটনাগ্রস্ত মারুতী ভ্যান৷ বৃহস্পতিবার তোলা নিজস্ব ছবি৷
বিশ্রমাগঞ্জে দূর্ঘটনাগ্রস্ত মারুতী ভ্যান৷ বৃহস্পতিবার তোলা নিজস্ব ছবি৷

মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন তিনজন৷ আগরতলা থেকে একটি মারুতী ভ্যান বিশ্রামগঞ্জের দিকে যাচ্ছিল৷ মারুতী ভ্যানের নম্বর ০৩-০৫৩৭৷ ভ্যানটি ছেচরিমাই এলাকায় পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা টিআর-০৭-১৬৪৫ নম্বরের ডিআই গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়৷ তাতে মারুতী ভ্যানের পাঁচজনের মধ্যে তিনজন রাস্তার উপর ছিটকে পড়ে৷ এই তিনজন হলেন বিশ্বরাণী মুড়াসিং (৫৫), বিপিন কন্যা মুড়াসিং (৪৫) এবং চালক কমল কমল মুড়াসিং (৪০)৷ তারা প্রত্যেকেই গুরুতরভাবে জখম হন৷ দূর্ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে৷ তারা পৌঁছার আগেই স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যায়৷ আহতদের অবস্থা সংকটজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সতীর্থ দাসগুপ্ত তাদের আগরতলায় জি বি হাসপাতালে রেফাল করে দেন৷ এদিকে বিশ্রামগঞ্জ থানার পুলিশ দূর্ঘটনাস্থল থেকে দুটি গাড়িই আটক করেছে৷ এই ব্যাপারে বিশ্রামগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে৷
এদিকে, ধলাই জেলার আমবাসা থানার অধীন আড়াই মাইল এলাকায় এক পথ দূর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে তাপস দেবনাথ নামে এক যুবকের৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, আমবাসা গন্ডাছড়া রোডে বৃহস্পতিবার সকালে দুই ট্রাকের মাঝে পড়ে ঐ যুবকের মৃত্যু হয়েছে৷ দূর্ঘটনা আমবাসা থানার অধীন হাতিমারা এলাকায়৷ ঐ সুকলের সামনেই বিকট শব্দে দুই গাড়ির মাঝখানে পিষে যায় টিআর-০৪-৬২৫০ নম্বরের একটি বাইক৷ মাইকের তালক ঘটনাস্থলেই প্রাণ হারান৷ নিহতের বাড়ি উত্তর কচুছড়ায়৷ দুটি ট্রাকের নম্বর টিআর-০৪-১৭৫০ এবং টিআর-০১-এডি-১৩৮১৷ দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দিয়েছে৷ এই ব্যাপারে আমবাসা থানায় একটি মামলা নেওয়া হয়েছে৷ দুটি ট্রাকের চালক পলতাক বলে জানা গিয়েছে৷ অন্যদিকে গত চবিবশ ঘন্টায় ঊনকোটি ও উত্তর জেলায় পাঁচজন গুরুতরভাবে আহত হয়েছেন দূর্ঘটনায়৷ জানা গিয়েছে কুমারঘাট-পেঁচারথল জাতীয় সড়কে একটি গাড়ি ৫০ ফুট গভীর খাদে পড়ে যায়৷ তাতে এক মহিলা ও দশ মাসের শিশু সহ চারজন গুরুতর জখম হয়েছেন৷ তাদের কুমারঘাট হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ অন্যদিকে একই সড়কে অষ্টম শ্রেণীতে পাঠরত কিশোর কুমার ত্রিপুরা নামে এক কিশোর যান সন্ত্রাসে গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *