নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ নিখোঁজ সুকলছাত্রের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ ঘটনা টাকারজলা থানার অধীন যোগেন্দ্র পাড়া এলাকায়৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷
সংবাদে প্রকাশ ঐ এলাকার মনোরঞ্জন দেববর্মা (১৭) নামে ঐ সুকল ছাত্র দুইদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়৷ বহু জায়গায় খোঁজ খবর করেও তার কোন হদিশ পাওয়া যায়নি৷ পরে বিষয়টি পুলিশকে জানানো হয়৷ পুলিশও বিভিন্ন স্থানে তল্লাসী করেছে৷ তাতেও ব্যর্থতার মুখই দেখে পুলিশ৷ পরে বুধবার বাড়ির পাশেই জঙ্গলে নিখোঁজ ছাত্রের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার করে বাড়ির লোকজন৷ পুলিশকে না জানিয়ে মৃতদেহ সৎকারের উদ্যোগ নিতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷
2016-12-15