নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ বৃহস্পতিবার থেকে শুরু হচেছ বিধানসভার শীতকালীন অধিবেশন৷ তিনদিন চলবে অধিবেশন৷ অধিবেশনের প্রথমদিনই পেশ করা হবে আমনতকারী স্বার্থ সুরক্ষা বিল৷ এবিষয়ে বুধবার অর্থমন্ত্রী ভানুলাল সাহা জানিয়েছেন, বিলটিতে আরো মজবুত আকারে সংশোধনী আনা হবে৷ তাতে, চিটফান্ড সংস্থা রাজ্যে ব্যবসা করার ক্ষেত্রে আরো কড়াকড়ি করা হচ্ছে৷ তিনি জানান, আগামীদিনে রাজ্যে চিটফান্ড সংস্থার ব্যবসা শুরুর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা শাসক কিংবা সমাহর্তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে৷ তাদের কাছ থেকে অনুমতি মিললেই ব্যবসা শুরু করতে পারবে চিটফান্ড সংস্থাগুলি৷ আগে পুর নিগম কিংবা পুর পরিষদের কাছ থেকে ট্রেড লাইসেন্স নিয়েই ব্যবসা শুরু করে দিত চিটফান্ড সংস্থাগুলি৷ এখন থেকে তা আর সম্ভব হবে না৷
তবে, আমানতকারীদের গচ্ছিত আমানত ফিরিয়ে আনার বিষয়ে বিলে কোন কিছু নতুন করে রাখা হয়নি৷ ফলে, চিটফান্ডে গচ্ছিত আমানত আমানতকারীরা আদৌ ফিরে পাবেন কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে৷
বৃহস্পতিবারের পর শুক্রবার এবং সোমবার অধিবেশন বসবে৷ এবার প্রথম বারের মত বিধানসভার সদস্য হিসাবে উপস্থিত থাকবেন বড়জলা কেন্দ্রের উপনির্বাচনে বিজয়ী ঝুমু সরকার এবং খোয়াই কেন্দ্রের উপনির্বাচনে বিজয়ী বিশ্বজিৎ দত্ত৷ ফলে, এবার বিধানসভায় বামফ্রন্টের বিধায়ক সংখ্যা বেড়ে হয়েছে ৫১৷ বিরোধী আসনে তৃণমূলের ৬ জন এবং কংগ্রেসের ৩ বিধায়ক রয়েছেন৷
2016-12-15