আগামী শিক্ষাবর্ষ থেকে পাশ-ফেল পুনরায় চালু হওয়ার সম্ভাবনা খুবই ক্ষিণ

educationনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ আগামী শিক্ষাবর্ষ থেকে পাশ-ফেল পুনরায় চালু হওয়ার সম্ভাবনা খুবই ক্ষিণ৷ কারণ, আইন সংশোধন না হলে এই প্রথা পুনরায় চালু সম্ভব নয় বলে জানালেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী৷ এদিকে, জাতীয় শিক্ষা নীতি নিয়ে রাজ্যের তৈরি রিপোর্টের উপর বুধবার রাজ্য মন্ত্রিসভায় আলোচনা হয়েছে৷ শিক্ষামন্ত্রী জানান, এদিন মন্ত্রিসভার বৈঠকে জাতীয় শিক্ষা নীতির বিষয়ে রিপোর্ট নিয়ে যে অভিমত উঠে এসেছে সেখানে কিছু পরিবর্তন আনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ কারণ, রাজ্যের নীতির সাথে সাযুজ্য রেখেই জাতীয় শিক্ষা নীতির জন্য রিপোর্ট তৈরি করা আবশ্যিক৷ শিক্ষামন্ত্রী জানান, এবিষয়টি ভেবে দেখা হবে৷ খুব শীঘ্রই রিপোর্টটিতে প্রয়োজনীয় পরিবর্তন এনে কেন্দ্রের কাছে পাঠানো হবে৷
এদিন তিনি জানান, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, রাজ্যগুলির কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর সেগুলি পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করা হবে৷ কমিটি সমস্ত রিপোর্টের ভিত্তিতে বিশিষ্ট শিক্ষাবিদদের কাছ থেকে মতামত সংগ্রহ করবে৷ এরপর তা অনুমোদনের জন্য পাঠানো হবে কেন্দ্রীয় মন্ত্রিসভায়৷ এদিকে, পাশ-ফেল প্রথা পুনরায় চালু করার বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, সংসদে আইন সংশোধনী পাশ না হলে এই প্রথা চালু করা রাজ্যের পক্ষে সম্ভব নয়৷ কারণ, অনেকগুলি বিষয় রয়েছে যেখানে আইনে সংশোধন ছাড়া করা যায় না৷ এই প্রথা চালুর ক্ষেত্রে ক্ষমতা এবং এক্তিয়ার এই দুটি মূল বিষয়, যা আইন সংশোধনী সংসদে পাশ হওয়ার পরই পরিস্কার হবে৷ এদিন তিনি বলেন, পাশ-ফেল প্রথা রাজ্যে পুনরায় চালু করার জন্য আমরা তৈরি৷ রাজ্য সরকার চাইছে প্রথম শ্রেণী থেকেই পুনরায় পাশ-ফেল প্রথা চালু হউক৷ এখন আগামী শিক্ষাবর্ষেই এই প্রথা চালু করা সম্ভব হবে কিনা সে বিষয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *