নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ জিরানিয়া থানা এলাকার চম্পকনগর সাধু কোবরা পাড়ায় জুলিয়া দেববর্মা হত্যাকান্ডে জড়িতদের আজ পুনরায় আদালতে তোলা হয়৷ আদালত পুলিশকে নির্দেশ দিয়েছিল আজ কেইস ডায়েরি আদালতে জমা দেওয়ার জন্য৷ কিন্তু তদন্তকারী পুলিশ অফিসার আজ আদালতে কেইস ডায়েরি জমা দিতে পারেননি৷ তদন্তকারী পুলিশ অফিসার কেইস ডায়েরি জমা দেওয়ার জন্য আদালতের কাছে আরো তিনদিনের সময় চেয়েছেন৷আদালত এই আবেদন মঞ্জুর করেছেন৷ তিনদিন পর এই মামলার কেইস ডায়েরি আদালতে জমা দেওয়া হবে৷ এদিকে, অভিযুক্ত দুজনকে আরো তিনদিনের জেল হাজতে পাঠানো হয়েছে৷ উল্লেখ্য, জুলিয়া দেববর্মা নামে এক কিশোরী ছাত্রীকে হ ত্যা করে মৃতদেহটি ধানক্ষেতে ফেলে দিয়েছিলো৷ প্রথমে একটি অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করেছিল ৷ পরবর্তী সময়ে নিহতের বাবা থানায় সুনির্দিষ্ট হত্যা মামলা দায়ের করেন৷ এরই পরিপ্রেক্ষিতে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করে৷ এই হত্যা মামলার তদন্ত অব্যাহত রয়েছে৷
2016-12-14