বিদেশমন্ত্রকের সহায়তায় দেশে ফিরলেন দুবাইয়ে ১০০০ কিমি পথ হাঁটা ভারতীয় সেলভারাজ

Govt of Indiaনয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.) : অসুস্থ শরীরেও কাজ করে চলেছেন সুষমা স্বরাজ| বিদেশমন্ত্রকের সহায়তায় অবশেষে দেশে ফিরলেন প্রবাসী ভারতীয় জগন্নাথন সেলভারাজ| কর্মসূত্রে দুবাই গিয়ে চরম দুর্দশার মধ্যে পড়েন সেলভারাজ| মামলার শুনানিতে উপস্থিত হতে গত ২ বছর ধের ১০০০ কিমি-র বেশি পথ পাড়ি দিয়েছেন| এরপরই বিষয়টি জানানর পর সেলভারাজকে দেশে ফেরাতে তত্পর হয় বিদেশমন্ত্রক| শেষমেষ নিজের দেশে, নিজের গ্রামে ফিরেছেন জগন্নাথন সেলভারাজ | মঙ্গলবার স্বয়ং বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ টুইট করে জানিয়েছেন সে খবর|
প্রসঙ্গত, প্রবাসী ওই ভারতীয়র নাম জগন্নাথন সেলভারাজ| তিরুচিরাপল্লী থেকে কাজের সূত্রে দুবাই গিয়ে চরম দুর্দশায় পড়েন তিনি| দুবাইয়ে তাঁর থাকার জায়গা ছিল না| মাসের পর মাস কাটিয়েছেন সোনাপুরের একটি পাবলিক পার্কে| মায়ের মৃতু্যর খবর শুনেও ফিরতে পারছিলেন না| সোনাপুর থেকে কারামার আদালতে যেতে বাসভাড়া সামান্য কয়েক দিরহাম| সেটুকু দেওয়ার সামর্থ্যও ছিল না তাঁর| দেশে ফেরার বিমানের টিকিট জোগাড় করতে দু বছরের ওপর ১০০০ কিমির বেশি রাস্তা হেঁটে লেবার কোর্টে শুনানির জন্য যাওয়া-আসা করেছেন| প্রতিদিন চার-পাঁচ ঘণ্টা লাগত আসা যাওয়া করতে|
তাঁর এই খবর স্থানীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশ পায়| সেই খবর গোচরে আসে সুষমার| সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি| দুবাইয়ের ভারতীয় দূতাবাসের কাছে রিপোর্ট চেয়ে পাঠান| অবশেষে তাঁর সাহায্যেই দেশে ফিরতে পারলেন সেলভারাজ| এদিন সেখবর জানিয়ে বিদেশমন্ত্রী টুইটারে লিখেছেন, আমরা তাঁকে দেশে ফিরিয়ে আনতে পেরেছি| নিজের গ্রামে পাঠাতে পেরেছি|
উল্লেখ্য, কডনিজনিত সমস্যা নিয়ে গত সপ্তাহেই এইমস্-এ ভর্তি হন বিদেশমন্ত্রী | সেখানেই তাঁর ডায়ালিসিস চলছে| চিকিত্সকরা জানিয়েছেন, তাঁর কিডনি প্রতিস্থাপন করতে হবে | সম্ভবত আগামী সপ্তাহে কিডনি প্রতিস্থাপন হতে পারে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *