হায়দরাবাদ, ৬ ডিসেম্বর (হি.স.) : হিসাব বহির্ভূতভাবে টাকা রাখার অপরাধে আটজনকে গ্রেফতার করল পুলিশ| তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৫৮ লাখ টাকা| বাজেয়াপ্ত হওয়া সবগুলো দু’হাজার টাকার নতুন নোট ছিল| ধৃতরা তেলাঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ|
জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তারা ওই টাকা সংগ্রহ করেছে| আট থেকে দশ শতাংশ কমিশনে টাকা সংগ্রহ করা হয়েছিল| নতুন টাকার নোট সংগ্রহ করার কারণও তারা জানিয়েছে| তাদের কথায়, হায়দরাবাদে এসে বাতিল হওয়া পাঁচশো ও হাজার টাকার নোটের পরিবর্তে দু’হাজার টাকার নতুন নোট বদলে দেওয়া ছিল মূল লক্ষ্য| সেক্ষেত্রে পুরনো নোট বদলের জন্য ২৫ থেকে ৩০ শতাংশ হারে কমিশন নেওয়া হবে| গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আটজনকে গ্রেফতার করে| পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত টাকাসহ ধৃতদের পাঠানো হয়েছে আয়কর দফতরে|
2016-12-06