দান্তেওয়াড়ায় আইইডি বিস্ফোরণ, নিহত সিআরপিএফ জওয়ান

bomb-blastরায়পুর, ৬ ডিসেম্বর (হি.স.): ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে মৃতু্য হল এক সিআরপিএফ জওয়ানের| আহত হয়েছেন আরও একজন জওয়ান| পদস্থ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১১.১৫ মিনিট নাগাদ আরানপুর থানা এলাকায় যৌথ অভিযানে নামে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স-এর ২৩১ ব্যাটেলিয়ান এবং জেলা পুলিশ| নিরাপত্তা বাহিনী যখন আরানপুর (দান্তেওয়াড়া)-জাগারগুণ্ডা (সুকমা) রোডে টহল দিচ্ছিল ঠিক তখনই আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা|
আইইডি বিস্ফোরণে মৃতু্য হয় হেড কনস্টেবল কমল সিংয়ের| আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে হেড কনস্টেবল অনিল কুমারকে| তাঁর অবস্থাও সঙ্কটজনক|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *