কলম্বিয়ায় মৃদু ভূকম্পন, কম্পাঙ্ক ৫.১

earth-quake বোগোটা, ৬ ডিসেম্বর (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.১| ভূকম্পনের জেরে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ৫.১ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়েছে কলম্বিয়ার পিত্জারোতে| ভূমিকম্পের উত্সস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৪০.৯ কিলোমিটার গভীরে| ভূকম্পনে ফলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়| অনেকেই ঘর থেকে বাড়ির বাইরে বেরিয়ে আসেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *