দেড় হাজার লিটার কেরোসিন বাজেয়াপ্ত

keroseneনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ বেআইনী মজুত দেড় হাজার লিটার কেরোসিন বাজেয়াপ্ত করা হয়েছে রবিবার৷ জানা গেছে, এদিন ধলাই জেলার কমলপুরে মেচুরিয়া এলাকায় বেআইনিভাবে মজুত দেড় হাজার লিটার কেরোসিন তেল বাজেয়াপ্ত করা হয়েছে৷ রেশন ডিলার প্রদীপ নমঃশূদ্র তার নিজ বাড়িতে এই কেরোসিন বেআইনিভাবে মজুত রেখেছিলেন৷ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ও খাদ্য দপ্তরের কর্মকর্তারা কেরোসিন বাজেয়াপ্ত করেন৷ অভিযুক্ত রেশন ডিলার প্রদীপ নমঃশূদ্রকেও আটক করা হয়েছে৷ ভোক্তাদের মধ্যে রেশন থেকে কেরোসিন সরবরাহ না করে কালো বাজারে পাচার করার উদ্দেশ্যেই ঐ রেশনশপ ডিলার কেরোসিন মজুত রেখেছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *