জলে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

suicideনিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ ডিসেম্বর৷৷ জলে ডুবে মৃত্যু হয়েছে দেড় বছরের এক শিশুর৷ ঘটনা উদয়পুরের পূর্ব পালাটানায়৷ জানা গেছে, পূর্ব পালাটানা এলাকার ওই অবুঝ শিশুটি পরিবারের লোকজনদের অলক্ষ্যে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়৷ বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজনদের চৈতন্য ফিরে৷ তখনই খোঁজাখুজি শুরু হয়৷ অনেক খোঁজাখুজির পর পুকুরের জল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়৷ তার মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *