চা বাগানে মহিলা শ্রমিকের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

suicide-hangingনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে এক মহিলার৷ ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মেঘলিপাড়া চা বাগান এলাকায়৷ মৃতার নাম অর্চনা মুন্ডা (৩৫)৷ স্বামীর নাম বিজয় নমশুদ্র৷ বাড়ি ধলাই জেলার কমলপুরের ব্রহ্মাছড়া এলাকায়৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, কাজের সূত্রে অর্চনা মুন্ডা শহরতলীর মেঘলিপাড়া চা বাগানে কর্মরত ছিলেন শ্রমিক হিসেবে৷ মঙ্গলবার রাতে ঐ মহিলাকে পাওয়া যাচ্ছিল না৷ সকালে তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান বাগানের অন্যান্য শ্রমিকরা৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশকে৷ ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ এই ব্যাপারে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ বাগানের বেশ কয়েকজন শ্রমিককে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ৷ তবে পুলিশ এটি হত্যা না আত্মহত্যা এনিয়ে ধন্দে রয়েছে৷ পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রিপোর্ট আসার পরই এই বিষয়ে স্পষ্ট কিছু বলা সম্ভব হবে৷ এদিকে, মহিলা শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ এদিকে, একটি সূত্রে জানা গিয়েছে স্বামীর সাথে পারিবারিক বিবাদের জেরেই এই মহিলা আত্মহত্যা করেছে৷ আবার পৃথক একটি সূত্র মারফত এও জানা গিয়েছে ঐ মহিলাকে যৌন নির্যাতন করা হয়েছে৷ এবং পরে তাঁকে খুন করে মৃতদেহ ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে দুসৃকতিকারীরা৷ বাগানের শ্রমিকরা দাবি করেছেন ঘটনার সুষ্ঠু তদন্ত করা হোক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *