নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৩০ নভেম্বর৷৷ বুধবার কৈয়াঢেপা টঙ্কামুড়া এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করে৷ জানা যায়, মধুপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কৈয়াঢেপা টঙ্কামুড়া থেকে ধর্ষণ কান্ডে অভিযুক্ত রঞ্জিত দেববর্মা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ৷ জানা যায় ২০০২ সালে রঞ্জিত দেববর্মার নামে ধর্ষণের দায়ে মামলা করা হয়৷ ২০০৭ সালে রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে ইউ/এস ৩৭৬ অফ আইপিএস অভিযোগ করা হয়েছে৷ যার কেইস নং এসটি ৩২(ডব্লিউটি/এ) অফ ২০০৭৷ সেই থেকে পুলশি ধর্ষণ মামলায় অভিযুক্ত রঞ্জিত দেববর্মাকে খঁুজছে৷ পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল রঞ্জিত৷ বুধবার দুপুর ১২ টা ৪৫ মিনিটে বাড়িতে হানা দিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে৷ গ্রেপ্তার করে মধুপুর থানায় নিয়ে আসা হয়৷ সেখান থেকে ধর্ষণের অভিযুক্ত রঞ্জিতকে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তাকে মেডিক্যাল করা হয়৷ মধুপুর থানার এএসআই সাধন দাস ও পুলিশবাহিনী রঞ্জিত দেববর্মাকে আগরতলা ২নম্বর কোর্টে নিয়ে যায়৷ এ ঘটনা নিয়ে কৈয়াঢেপা টঙ্কামুড়ায় এলাকার লোকজনের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে৷
2016-12-01