নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.) : সংশোধিত আয়কর আইনে ঘরের সোনা, অলঙ্কারকে করের আওতায় নিয়ে আসা হতে পারে বলে যে জল্পনা ছড়িয়েছে, তা খারিজ করে দিয়েছে কেন্দ্র| বৃহস্পতিবার কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (সিবিডিটি) জানায় অলঙ্কারের ওপর কর বসানোর কোনও নতুন ধারা সংশোধিত আয়কর আইনে যুক্ত হয়নি | ফলে আইন মেনে একজন যত খুশি সোনা রাখা যেতে পারেন| ঘোষিত আয় বা সঞ্চয়ের টাকায় সোনা কিনলে কিংবা উত্তরাধিকার সূত্রে পাওয়া সোনার ক্ষেত্রে আগেও কর দিতে হত না, এখনও হবে না|
৫০০-হাজারের পুরনো নোট বাতিলের পর থেকেই সোশাল নেটওয়ার্কিং সাইটে নানা রকমের গুজব ছড়াচ্ছিল | সেসব উড়িয়ে দিয়ে কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিয়েছে, একজন বিবাহিত মহিলার কাছে ৫০০ গ্রাম, অবিবাহিত মহিলার কাছে আড়াইশো গ্রাম এবং একজন পুরুষের কাছে সর্বোচ্চ ১০০ গ্রাম সোনা থাকলে তা বাজেয়াপ্ত করা যাবে না|
বিশেষজ্ঞরা বলছেন, সোনা কিনলে রশিদটা সবসময় কাছে রেখে দেবেন| কারণ, পরে গয়না বিক্রি করতে গেলে তা যেমন কাজে লাগবে, তেমনই আয়কর দফতর জিজ্ঞাসাবাদ করলেও ওই রশিদ দেখিয়ে প্রমাণ করা যাবে, আইনকানুন মেনেই সোনা কেনা হয়েছে|
2016-12-01