নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ নভেম্বর৷৷ সিপিএমের ডাকা বনধের তীব্র বিরোধীতা করে খোয়াই যুব মোর্চা ও খোয়াই জেলা বিজেপি কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয় তেলিয়ামুড়াতে৷ রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি৷ সংবাদে জানা যায়, খোয়াই জেলার যুব মোর্চার সভাপতি সহ খোয়াই বিজেপি কমিটি সম্পাদক বিকাশ দেববর্মা ও খোয়াই জেলার এসটি কমিটির সভাপতি ক্ষিতীশ দাস অন্যান্য নেতৃত্বরা এদিনের বিক্ষোভ মিছিলে হাঁটলেন৷ এদিনের বিক্ষোভ মিছিলে স্লোগান ছিল রাজ্যের বামফ্রন্ট সরকার সহ সমর্থকারী বিভিন্ন রাজনৈতিক দল কালোবাজারীদের বাঁচানোর জন্য বনধের পক্ষে রায় দিয়েছেন৷
2016-11-28