চোলাই মদ সহ দুই যুবক পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ রাজধানী শহর এলাকার অলিগলিতে দেশী মদের রমরমা ক্রমশ বেড়েই চলেছে৷ বিশেষ করে খানিকটা শীত অনুভব হওয়ায় দেশী মদের চাহিদা দারুণভাবে বেড়ে গেছে৷  ফলে, রাজধানীতে দেশী  মদের যোগান বাড়াতে বিভিন্ন এলাকা থেকে অটো ও অন্যান্য গাড়ি বোঝাই করে দেশী মদ রাজধানী আগরতলা শহরে নিয়ে আসা হচ্ছে৷ রবিবার এডিনগর থানার পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে একটি অটো আটক করে প্রচুর পরিমাণ দেশী মদ উদ্ধার করেছে৷ এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে নির্ধারিত ধারায় মামলা গৃহীত হয়েছে৷ জানা গেছে, শহরের চাহিদা পূরণের লক্ষ্যে তারা বিভিন্ন স্থান থেকে এসব দেশী মদ সংগ্রহ করে প্রতিদিন শহরে নিয়ে আসছে৷ শুধু অটো রিক্সাই নয়, মারুতি বোঝাই করেও রাজধানী আগরতলা শহরে দেশী মদের যোগান দেওয়া হচ্ছে বলে সূত্রটি জানিয়েছে৷ অপর একটি সূত্রে জানা গেছে পুলিশের একাংশকে ম্যানেজ করেই একটি চক্র দেশী মদ রাজধানী আগরতলা শহর এলাকায় সাপ্লাই করছে৷ পুলিশ এসব সাপ্লাইকারীদের কাছ থেকে নিয়মিত হপ্তা আদায় করে চলেছে৷ হপ্তা আদায়ের বিষয়ে মতভেদ দেখা দিলেই পুলিশ কালেভদ্রে এধরনের মদ বিরোধী অভিযান চালায় বলে বিভিন্ন মহলের অভিমত৷ যাই হোক, রবিবার এডি নগর থানার পুলিশ অটো বোঝাই দেশী মদ উদ্ধার করায় ঐ এলাকার জনগণ সন্তোষ ব্যক্ত করেছেন৷ পুলিশকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্যও দাবি জানানো হয়েছে৷ জানা গেছে, শহর এলাকায় যে দেশী মদ সরবরাহ করা  হয় সেগুলি খুবই ক্ষতিকারক৷ ইউরিয়া  সার সহ অন্যান্য বিপজ্জনক সামগ্রী ব্যবহার করে এই দেশী মদ তৈরি করা হচ্ছে৷ নেশা বাড়ানোর জন্য ঐ মদে নেশা জাতীয় ট্যাবলেটও মেশানো হচ্ছে৷ এসব মদ পান করে বহু মানুষ অকালে লিভারের রোগে আক্রান্ত হয়ে মারা যেতে বাধ্য হচ্ছেন৷ এবিষয়ে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য জোরালো দাবি উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *