গাঁজা বিরোধী অভিযান বন্ধ না হলে ভোট বয়কট করবেন এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২৭ নভেম্বর৷৷ হঠাৎ করে বন্ধ হয়ে যায় গাঁজা বিরোধী অভিযান৷ পরপর কিছুদিন গাঁজা বাগান ধবংস করার জন্য মাঠে নামল বিশালগড় মহকুমার প্রশাসনের আধিকারিকরা৷ কোটি টাকার উপর গাঁজা বাগান ধবংস করা হয়৷ গাঁজা চাষিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ চাষিরা হুমকি দেয় গাঁজা বিরোধী অভিযান বন্ধ না হলে ভোট বয়কট করবে তারা৷ আগামী মাসে রাজ্যের পঞ্চায়েত এবং ভিলেজ কমিটির উপনির্বাচন৷ আগামী মাসের গোড়ার দিকে শুরু হবে বিধানসভার নির্বাচনের প্রস্তুতি৷ এই অবস্থায় গাঁজা চাষীদের হুমকি সহজ ভাবে দেখতে নারাজ শাসক দলের নেতারা৷ কমলাসাগার, সোনামুড়া, বক্সনগর সুতারমুড়া সহ বিস্তীর্ণ এলাকায় গাঁজা চাষিরাই শাসক দলের ভোট ব্যাঙ্ক৷ বেশিরভাগ সময় বিরোধী দলের নেতারা অভিযোগ করেন৷ তাদের ক্ষেপালে রেহাই নেই৷ তা কিন্তু বুঝতে পারছে শাসক দলের নেতারা৷ হয়ত প্রশাসনকে আপাতত গাঁজা অভিযান বন্ধ রাখার পরামর্শ দিয়েছে নেতারাই৷ এমনটা বলছেন জনগণ৷ বিশালগড় মহকুমার বিভিন্ন স্থানে টিলাভূমিতে ১৫ হাজার হেক্টর জমিতে  গাঁজা চাষ হচ্ছে বলে জানা যায়৷  কৃষকরা সবজি ও ধান চাষ ফেলে গাঁজা চাষে মেতে উঠেছেন৷ ফলে গাঁজা চাষে ভাল ধরনের মুনাফা কামাই করছে৷ এখন তো গাঁজা গাছে ফল পাকার সময় হয়ে আসছে৷ ফলে গাঁজা চাষীদের কাছ থেকে গাছ পিছু ১৫-২০ টাকা করে চাঁদা তুলছে বলে খবর৷ এই টাকায় কিছু প্রশাসনিক ও পুলিশের বড় বাবুদের প্রণামী দেওয়ার জন্য ও প্রশাসনের মুখ বন্ধ করা কাজে লাগানোর জন্য অভিযোগ সাধারণ মানুষের৷ বিশালগড় ডি সি এম উত্তম দাস বৈষ্ণব অবশ্য জানিয়েছেন কর্মী স্বল্পতার কারণে অভিযান বন্ধ রেখেছে প্রশাসন৷ তবে চলতি মাসেই কমলাসাগরের বিভিন্ন স্থানে অভিযান সংগঠিত করা হবে বলে তিনি জানিয়েছেন৷ এই গাঁজা বিরোধী অভিযান ঘিরে বিভিন্ন মহলে নানা জল্পনা চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *