নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরে রোজভ্যালির প্রধান কার্যালয়ের ব্যাটারি চুরি করে বিক্রির ঘটনায় এক বেসরকারি নিরাপত্তা কর্মীকে গ্রেপ্তার করেছে পশ্চিম থানার পুলিশ৷ তার নাম হরলাল বণিক৷ বহুদিন ধরেই ঐ বেসরকারি নিরাপত্তা কর্মী রোজভ্যালির প্রধান কার্যালয়ের সম্মুখভাগে নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে৷ তাকে টপকিয়েই এই অফিসঘরে প্রবেশ করতে হয়৷ রোজভ্যালির সে অফিসঘর থেকেই পর পর বেশ কিছু ব্যাটারি চুরি করে পাচার করা হয়েছে৷ গতকাল এবং আজ এক রিক্সা চালককে দিয়ে ব্যাটারি পাচার করা হয়৷ নিরাপত্তা কর্মী হরলাল বণিক পুর নিগমের এক সাফাই কর্মীকে দিয়ে আবর্জনার নিচে করে ব্যাটারি চুরি করে বাজারে বিক্রি করত৷ রবিবার সকালে ব্যাটারি চুরি করে মহারাজগঞ্জ বাজারে পাচারের সময় ধরা পড়ে ঐ বেসরকারি নিরাপত্তা কর্মী৷ স্থানীয় লোকজনরা জানিয়েছেন, পুর নিগমের সাফাই কর্মী আবর্জনার নিচে করে ব্যাটারি ওএনজিসির অফিস থেকে চুরি করে নিয়ে যাচ্ছিল৷ একাজে এক রিক্সা চালককে নিয়োজিত করেছিল বেসরকারি নিরাপত্তা কর্মী৷ তাকে ধরে ফেলায় আসল রহস্য ফাঁস হয়ে গেছে৷ শুধু ব্যাটারিই নয়, রোজভ্যালির প্রধান কার্যালয় থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্রও চুরি হয়েছে বলে অভিযোগ৷ একটি চক্র প্রতিনিয়তই এসব চুরি কান্ডের সঙ্গে জড়িত বলে আশঙ্কা করা হচ্ছে৷ এই চক্রটিকে পাকড়াও করে এলাকায় সুষ্ট পরিবেশ ফিরিয়ে আনার দাবি উঠেছে৷
2016-11-28