বিভিন্ন স্থানে শহীদ শম্ভু সাতমুড়ার স্মরণে মিছিল

shambhuনিজস্ব প্রতিনিধি, আগরতলা, চড়িলাম, ২৬ নভেম্বর৷৷ কাশ্মীর সীমান্তে শহীদ রাজ্যের যুবক শম্ভু সাতমুড়ার স্মরণে শনিবার বিজেপি রামনগর মন্ডল কমিটির উদ্যোগে দুর্গা চৌমুহনী বাজারে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়৷ স্মরণ সভায় বিজেপির মুখপাত্র অরুণ কান্তি ভৌমিক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন৷ এর আগে শহীদ বীর জওয়ান শম্ভু সাতমুড়ার প্রতিকৃতীতে উপস্থিত সকলেই শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ মোমবাতি প্রজ্জ্বলন করে তার চির শান্তি কামনা করা হয়৷ স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির মুখপাত্র বলেন, রাজ্যের যুবক শম্ভু সাতমুড়া জীবন উৎসর্গ করে প্রমাণ করেছেন তাঁর নিজের জীবনের চেয়েও দেশ ও দেশবাসী তাঁর কাছে অনেক আপন৷ তিনি দেশের জন্য যে আত্ম বলিদান করেছেন তাঁর সেই মহত্বকে স্মরণ করতেই এই স্মরণ সভার আয়োজন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন৷ গত ২২ নভেম্বর কাশ্মীরের পুঞ্ছ সীমান্তে দেশ রক্ষার কাজে সহকর্মীদের সাথে রাজ্যের যুবক শম্ভু সাতমুড়া যখন টহল দিচ্ছিলেন তখন ভূমি মাইন বিস্ফোরণে শহীদ হন৷ তাঁর এই আত্মবলিদান শুধু রাজ্যবাসীই নয়, গোটা দেশবাসী চিরকাল কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷ ভবিষ্যৎ প্রজন্মকে দেশ ও দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধাশীল করতে এই ধরনের আত্মবলিদানের বিষয়গুলি জনসমক্ষে তুলে ধরার জন্যও তিনি আহ্বান জানিয়েছেন৷
এদিকে, জম্মুর ভারত-পাক সীমান্তে টহলরথ থাকার সময় পাকিস্তানের সেনাদের পেতে রাখা ল্যান্ড মাইন বিস্ফোরনে শহীদ হন ৩৪ বছরের বিএসএফ জওয়ান শম্ভু সাতমুড়া৷ তাঁকে স্মরণ করে চড়িলাম পরিমল চৌমুহনীস্থিত বাজার এলাকায় সকল অটো চালক ও ব্যবসায়ীগণ ২ মিনিট নিরবতা পালন করে সারা বাজার এলাকা মোমবাতি নিয়ে এক মিছিলের মাধ্যমে পরিক্রমা করেন এবং তাঁর শহীদ বেদীতে মাল্যদান করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *