নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ আট দফা দাবীতে রাজধানী আগরতলা শহরে মিছিল ও রাজভবন অভিযান করল

আইএনপিটি৷ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সার্কিট হাউস সংলগ্ণ এলাকায় সমবেত হয়৷ সেখান থেকে সাতজনের এক প্রতিনিধ দল রাজভবনে রাজ্যপাল তথাগত রায়ের সঙ্গে সাক্ষাৎ করে আট দফা দাবী সনদ তুলে দেন৷ দাবীগুলির মধ্যে উল্লেখযোগ্য হল এডিসি এলাকায় ইনার লাইন পারমিট চালু করা৷ রাজ্য বিধানসভায় ৫০ শতাংশ আসন উপজাতিদের জন্য সংরক্ষিত করা৷ ককবরক ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করা৷ ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের সংশোধনের প্রস্তাব বাতিল করা এবং ১৯৭১ সালের ইন্দিরা-মুজিব চুক্তি সঠিকভাবে বাস্তবায়ন করা ইত্যাদি৷ দাবী সনদ রাজ্যপালের হাতে তুলে দিয়ে আইএনপিটি নেতৃবৃন্দ এই বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবী করেছেন৷ এইসব গুরুত্বপূর্ণ উপজাতিদের জাতিসত্ত্বা বিকাশ এবং উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বলেও তারা উল্লেখ করেন৷ ইন্দিরা-মুজিব চুক্তি বাস্তবায়িত না হওয়ায় তারা তীব্র সমালোচনা করেন৷ ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের সংশোধনী প্রস্তাবেরও তারা বিরোধীতা করেন৷ এসব বিষয় ভূমিপুত্রদের অধিকার হরণের সামিল বলেও তারা উল্লেখ করেন৷ নেতৃবৃন্দ জানান, এইসব দাবী সনদের ভিত্তিতে আগামী ১৮ ফেব্রুয়ারী দিল্লীর যন্তর মন্তরে গণবস্থান সংগঠিত করা হবে৷ গণবস্থানে যোগ দিতে ১৬ ফেব্রুয়ারী আইএনপিটি সমর্থকরা রাজ্য থেকে দিল্লীর উদ্দেশ্যে রওয়ানা দেবেন৷ রাজ্যপালের কাছে দাবী সনদ তুলে দেওয়ার পর উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের সামনে রাজ্যপালের সঙ্গে আলোচনার বিষয়বস্তুগুলি তুলে ধরেন৷ এইসব দাবী পূরণ না হলে আইএনপিটি আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানান দলের সাধারণ সম্পাদক জগদিশ দেববর্মা৷ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিজয় কুমার রাঙ্খল, দলের প্রবীন নেতা স্রোত রঞ্জন খিসা প্রমুখ৷