নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ কেন্দ্রীয় সরকার ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তার তীব্র বিরোধীতা করেছে ত্রিপুরা ব্যাঙ্ক এমপ্লয়িজ এসোসিয়েশন৷ শনিবার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিখিল দাস এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকার তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ এর জন্য আগাম কোন প্রস্তুতি ছিল না৷ তাৎক্ষণিক ভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করায় গোটা দেশেই গভীর সংকট নেমে এসেছে৷ কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে হঠকারি সিদ্ধান্ত বলেও তিনি আখ্যায়িত করেছেন৷ গত ৮ নভেম্বর কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত ঘোষণা পর এখনও পর্যন্ত ১১ জন ব্যাঙ্ককর্মী সহ ৭৪ জন প্রাণ হারিয়েছেন বলেও তিনি দাবি করেন৷ এই ধরনের সিদ্ধান্তের প্রতিবাদে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংগঠনটি৷ এই সিদ্ধান্তের ফলে গরীব, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত অংশের মানুষজন চরম দুর্ভোগের সামিল৷ এই হঠকারি সিদ্ধান্তের ফলে ১৮ দিন অতিক্রান্ত হওয়ার পরও কোন পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে না৷ নোট বদলের ফলে কোন ইতিবাচক সারা পরিলক্ষিত হয়নি৷ সংকট ক্রমশ আরও ঘণীভূত হচ্ছে৷ স্বাভাবিক কারণেই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত ত্রিপুরা ব্যাঙ্ক এমপ্লয়িজ এসোসিয়েশন কোন ভাবেই মেনে নিতে পারে না বলে সংগঠনের রাজ্য সম্পাদক স্পষ্ট অভিমত ব্যক্ত করেছেন৷
2016-11-27