নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৫ নভেম্বর৷৷ সোনমুড়ায় শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে ঘুষের বাণিজ্য চলছে৷ দীর্ঘদিন যাবৎ এই অভিযোগ আসছিল৷ শুক্রবার এই অভিযোগের সত্যতা মিলল৷ পর্দা উঠল এই ঘুষ বাণিজ্যের৷ সামনে এল ঘুষ বাণিজ্যের কলঙ্কিত চেহারা৷
সংবাদে প্রকাশ, শুল্ক দপ্তর ও ইমেগ্রেশন চেকপোস্টের কর্মীরা এই স্থলবন্দর দিয়ে যারা বাংলাদেশে আসা যাওয়া করছেন তাদের কাছ থেকে নগদ ৫০০ টাকা করে ঘুষ নিচ্ছেন৷ এই অভিযোগ প্রায়ই উঠছিল৷ এই স্থলবন্দরে কর্মরত এসআই প্রিয়রঞ্জন সাহা বাংলাদেশে আসা যাওয়ার ক্ষেত্রে ৫০০ টাকা করে নিচ্ছেন৷ ভিসা এন্ট্রির নাম করে এই টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি৷ শুক্রবার সংবাদ মাধ্যমের কর্মীরা গোপন ক্যামেরার মাধ্যমে এই আধিকারীকের ঘুষ নেওয়ার বিষয়টি বন্দি করেন৷ শুধুমাত্র ঐ এসআই নন, শুল্ক দপ্তরের এক মহিলা কর্মী ইন্দ্রানী দেবীও একই ভাবে ঘুষ নিচ্ছেন ভিসা এন্ট্রির নামে৷
ইমেগ্রেশন চেকপোস্টে এন্ট্রি ও রি-এন্ট্রি ছাড়াও বাংলাদেশে আসা যাওয়া করা যাত্রীদের কাস্টম তথা কেন্দ্রীয় সরকারের শুল্ক দপ্তরের কিছু নিয়মকানুন মানতে হয়৷ পাসপোর্ট, ভিসা চেকিং ও ফরম পূরএেণর নামে সেখানেও চলছে পকেট কাটা৷ দেখা গিয়েছে, শুল্ক দপ্তরের কর্মী দুলাল দাসকে ঘুষ নিতে দেখা গিয়েছে৷
এদিকে, এই সব অনিয়মের বিষয়ে সাংবাদিকরা খোঁজ নিতে গেলে দুলালবাবু সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন৷ সেই সঙ্গে সাংবাদিকদের ভিডিও ক্যামেরাও ছিনতাইয়ের চেষ্টা করেন৷
2016-11-26