ছাত্তারপুর, ২৬ নভেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের ছাত্তারপুরে স্কুলবাস উল্টে আহত হল ১৭ জন ক্ষুদে পড়ুয়া| আহত পড়ুয়াদের মধ্যে ৬ জনের আঘাত গুরুতর| শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ছাত্তারপুরের মুদেরি গ্রামের কাছে| সাব ডিভিশনাল পুলিশ অফিসার লজ্জাশঙ্কর মিশ্র বলেছেন, মোটরবাইক আরোহীকে বঁাচাতে গিয়েই উল্টে যায় স্কুলবাসটি|
আহত ১৭ জন পড়ুয়ার মধ্যে ৬ জন পড়ুয়ার আঘাত গুরুতর| তঁাদের চিকিত্সার জন্য ছাত্তারপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে|
2016-11-26