নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ রবিবার রাতে অর্ধমৃত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে দমকল বাহিনী জিবি হাসপাতালে ভর্তি করে৷ আজ সকালে তার মৃত্যু হয়েছে৷ জানা গেছে, রবিবার রাত ৮টা নাগাদ মিষ্টির দোকানের কারিগর তপন রায় (৪২)কে অর্ধমৃত অবস্থায় গান্ধীঘাট এলাকায় উদ্ধার করে দমকল বাহিনী৷ সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ খবর দেওয়া হয় তার পরিবারের সদস্যদের৷ সোমবার সকালে তপন রায় মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, মিষ্টির দোকানের মালিক কমল পাল এই ঘটনার জন্য দায়ী৷ জানা গেছে, মালিকের কাছে প্রচুর টাকা পাওনা ছিল তপন রায়ের৷ বিদ্যাসাগর বাজারে কমল পালের মিষ্টির দোকান৷ ঐ দোকানেই কারিগর হিসেবে কাজ করতেন তপন রায়৷ টাকা নিয়েই ঝামেলা শুরু হয়৷ অভিযোগ, এর জন্যই তাকে হত্যার উদ্দেশ্যেই বেদম মারধর করা হয়েছে৷ তপন রায়ের পরিবারের সদস্যরা পশ্চিম থানায় মিষ্টির দোকানের মালিক কমল পালের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন৷ খবর লেখা পর্যন্ত গ্রেপ্তারের কোন সংবাদ নেই৷
রামনগরে শাশুড়ির ধারালো অস্ত্রের আঘাতে জখম হল জামাই৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আহত জামাইয়ের নাম রতন সাহা৷ পেশায় রিক্সা চালক৷ বাড়ি হাঁপানিয়া এলাকায়৷ রামনগর চার নম্বর রোডে পূর্ণিমা দেব নামে এক যুবতীকে বিয়ে করেছিল রতন সাহা৷ বিয়ের কিছুদিন পরই স্বামীকে ছেড়ে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে অপর এক যুবকের সঙ্গে পালিয়ে যায় পূর্ণিমা৷ তাকে খঁুজে পাওয়া যাচ্ছিল না৷ গত ১৫ দিন ধরে পূর্ণিমা তার মার কাছে অবস্থান করছে বলে খবর পায় রতন সাহা৷ সে খবরের ভিত্তিতে রামনগর চার নম্বর রোডে শ্বশুর বাড়িতে যায় ঐ ব্যক্তি৷ শাশুড়ি কৃষ্ণা দেবের সঙ্গে বিষয়টি নিয়ে বেশ বাকবিতন্ডা হয়৷ বাকবিতন্ডার জেরেই জামাইবাবাজিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত শাশুড়ি৷ তাতে শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত হয়৷ রক্তাক্ত অবস্থায় তাকে জিবি হ াসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
2016-11-22