নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২১ নভেম্বর৷৷ গতকাল রাতে বিশালগড় বাজারে আবারো দুঃসাহসিক চুরি হয়েছে৷ বাজারে চারটি দোকানে চোরের দল হানা দিয়ে প্রায় ত্রিশ ভরি রূপার অলংকার চুরি করে নিয়ে গিয়েছে৷ তিনটি জুয়েলারী দোকান এবং একটি পোলট্রি ফুড এজেন্সির দোকানে হানা দিয়ে তাদের ক্যাশবাক্স সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিষ ছড়িয়ে ছিটিয়ে রাখে চোরের দল৷ দোকানের দেওয়ালের ভেন্টিলেটরও ভাঙ্গা ছিল৷ জুয়েলারী দোকানের সিন্ধুক ভাঙ্গার চেষ্টা করে চোরেরা ব্যর্থ হয়৷ নগদ কিছু টাকা চোরের নিয়ে গিয়েছে৷ দিনের পর পর বিশালগড় বাজারে চুরির ঘটনাায় ব্যববাসীয়ের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে৷ পাশাপাশি থানার পুলিশের ভূমিকায় ক্ষোভে রয়েছে৷ থানার নাকের ডগায় প্রহরী থাকা সত্বেও কিভাবে এই চুরির ঘটনা হচ্ছে৷ এনিয়ে ব্যবসায়ী মহলে নানা প্রশ্ণ উঠছে৷
2016-11-22