নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২১ নভেম্বর৷৷ চড়া সুদে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীর কাছ থেকে প্রায় দুই কোটি টাকা

হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে৷ ঘটনা উদয়পুরে৷ পাওনাদাররা ঐ যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা মন্দির নগরীতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷
সংবাদে প্রকাশ পালাটানার বাসিন্দা সমর দেবনাথ উদয়পুরে আর কে পুর থানার পাশেই মেসার্স এনথাম নামে একটি দোকান খুলেন৷ দোকানে সুপার স্টকিস্ট হিসাবে রাখা হয় বিভিন্ন সামগ্রী৷ প্রায় দেড় বছর ধরে এই ব্যবসা চলছে৷ তারই মধ্যে সমর দেবনাথ চড়া সুদে বাজার থেকে টাকা সংগ্রহ করেছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের কাছ থেকে৷ যাদের কাছ থেকে সুদে টাকা নিয়েছেন তাদের অনেককেই চড়া সুদ দিয়েছেন৷ তাতে অন্যান্য ব্যবসায়ীরাও তার কাছে চড়া সুদে টাকা খাটান৷
এরই মধ্যে প্রায় দুই কোটি টাকা নিয়ে আর কাউকেই সুদ কিংবা আসল মিটিয়ে দেওয়ার কোন উদ্যোগ নেয়নি ঐ প্রতারক৷ বিভিন্ন ভাবে তার সাথে যোগাযোগ করলে সে খুব শীঘ্রই টাকা দিয়ে দেবে বলে জানায়৷ কিন্তু, কোন কাজ হয়নি৷ কিছুদিন পর সে পালিয়ে আত্মগোপন করে৷ বহু জায়গায় খোঁজ করেও তার কোন হদিশ নেই৷ এদিকে কয়েকদিন আগে সমর দেবনাথ বাড়িতে ফিরে আসে এবং দোকানে বসেন৷ আজ দোকান খুলতেই পাওনাদাররা দোকানে হাজির হন৷ সমরকে টাকার জন্য চাপ দিতে থাকেন৷ কোন সদুত্তর না পেয়ে পাওনাদাররা তাকে উত্তম মধ্যম দেয়৷ সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় আর কে পুর থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্ধ পাওনাদারদের কাছ উদ্ধার করে সমরকে থানায় নিয়ে যায়৷ এই ব্যাপারে আর কে পুর থানায় একটি মামলা করা হবে বলে জানা গিয়েছে৷