নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ দক্ষিণ জেলার সাব্রুম মহকুমার সাঁতচাঁদ ব্লকের সিন্ধুক পাথর এডিসি ভিলেজের একটি আসনের উপনির্বাচনের ফলাফল আজ ঘোষিত হয়েছে৷ এই আসনে কংগ্রেস প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থীকে পরাজিত করেছেন৷ সিন্ধুক পাথর এডিসি ভিলেজের ৪নং ওয়ার্ডের ৬নং আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল৷ আজ ভোট গণনার পর ফলাফল ঘোষণা করা হয়৷ এই আসনে কংগ্রেস প্রার্থী কালা মগ জয়ী হয়েছেন৷ তিনি পেয়েছেন ১৮৮ ভোট৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সিপিআইএম প্রার্থী অজয় মগ পেয়েছেন ১৭০ ভোট৷ অর্থাৎ কংগ্রেস প্রার্থী কালা মগ ১৮ ভোটের ব্যবধানে সিপিআইএম প্রার্থীকে পরাজিত করেছেন৷ এই আসনে বিজেপি প্রার্থী পেয়েছেন মাত্র ২টি ভোট৷ কংগ্রেস প্রার্থীর জয়ে এলাকার কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ সিন্ধুক পাথর এডিসি ভিলেজের একটি আসনে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী জয়ী হওয়ায় প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা ঐ এলাকার বিজয়ী প্রার্থী এবং জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷ এলাকায় জনগণের আশা আকাঙ্খা পূরণে জয়ী প্রার্থী মনোনিবেশ করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন৷
2016-11-22