নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ খয়েরপুর পল্লীমঙ্গল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর অসুস্থ ছাত্রী ঝর্ণা পালের পাশে দাঁড়াল ছাত্র সংগঠন এসএফআই৷ তার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য তুলে দেওয়া হল পরিবারের হাতে৷
ছাত্র রাজনীতিই ছাত্র সংগঠনের একমাত্র কাজ নয়, ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা, অসুস্থতায় আর্থিক সাহায্য প্রদান সহ অন্যান্য সামাজিক দায়িত্বও রয়েছে ছাত্র সংগঠনের৷ খয়েরপুর পল্লীমঙ্গল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর অসুস্থ ছাত্রী ঝর্ণা পালের পরিবারের হাতে চিকিৎসাবাবদ আর্থিক সাহায্য তুলে দিয়ে সেই দায়িত্ববোধের প্রমাণ দিল৷ ঝর্ণা খুবই দুঃস্থ পরিবারের মেয়ে৷ নিমোনীয়ায় আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত স্ট্রোক করে সে৷ তার উন্নত চিকিৎসার প্রয়োজন৷ উন্নত চিকিৎসা করানোর মতো আর্থিক সংহতি নেই পরিবারের৷ সে কারণেই ছাত্রীটির পাশে দাঁড়িয়েছে ছাত্র সংগঠন এসএফআই৷ সংগঠনের খয়েরপুর অঞ্চল কমিটি ৩৮৫০ টাকা সংগ্রহ করে অসুস্থ ছাত্রীটির পরিবারের হাতে তুলে দিয়েছে৷ এবিষয়ে বিস্তারিত তথ্য জানান, এসএফআই কমিটির সদস্য রাজীব ঘোষ৷ ছাত্র সংগঠন এসএফআইয়ের এই মানবদরদি কাজে দারুণ খুশী এলাকার মানুষ৷ ছাত্র সংগঠনটি ভবিষ্যতেও তার পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ৷