নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ সাব্রুমের শিক্ষক খুনের ঘটনার ১৬ দিন অতিক্রান্ত৷ এখনও ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারেনি সাব্রুম থানার পুলিশ৷ মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশর এসপি, এসডিপিও থেকে শুরু করে পুলিশ কর্তাদের লম্ফঝম্ফই সার৷ অভিযুক্তের টিকির নাগালও পাচ্ছে না পুলিশ৷ পুলিশের দায়সারা মনোভাবে পূর্ব সাব্রুমজুরে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷
গত দুসরা নভেম্বর পূর্ব সাব্রুম এডিসি ভিলেজের কালীবল্লভ পাড়া এস বি সুকলের শিক্ষক ধমনী ত্রিপুরা খুন হন৷ নিজের বাইকে চেপে ব্যাঙ্ক থেকে সুকলে যাওয়ার সময় আততায়ীরা ঐ শিক্ষককে খুন করে৷ মৃতদেহটি রাস্তার পাশে একটি ড্রেন থেকে উদ্ধার করে৷ তার মাথা সহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ণ রয়েছে৷ এর কিছুদিন আগেও ঐ এলাকায় আরেকটি খুনেরই ঘটনা ঘটে৷ এরও কোন কিনারা করতে পারেনি পুলিশ৷ কেন পুলিশ বারবার খুনের ঘটনার কিনারা করতে ব্যর্থ হচ্ছে৷ পুলিশের তদন্ত কোন পথে হাটছে৷ আদৌকি আততায়ীরা আইনের বেড়াজালে ধরা পড়বে৷ শাস্তিও পাবে কি মানবতার শত্রুরা৷ পূর্ব সাব্রুম সহ খুন হওয়া ঐ দুই ব্যক্তির শোকার্ত পরিবারের সামনে এই প্রশ্ণটিই ঘুরপাক খাচ্ছে৷
2016-11-19