শনিবার কেবল প্রবীণ নাগরিকদের পরিষেবা দেবে ব্যাঙ্কগুলো

rupeeনয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.) : শনিবার কেবল প্রবীণ নাগরিকদের পরিষেবা দেবে ব্যাঙ্কগুলো| অন্যান্য দিনের মতই একই সময় ধরে কাজ হবে| ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশনের পক্ষে এ কথা জানিয়েছেন রাজীব ঋষি| এই দিন ঝুলে থাকা কাজ গুলো সারার সুযোগ পাবে ব্যাঙ্কগুলি|
নোট বাতিলের সিদ্ধান্তে সবথেকে বিপাকে বয়স্ক নাগরিকরা| লাইনে দাঁড়িয়েই অনেকের মৃতু্য হয়েছে| এই পরিস্থিতি আগামীকাল কেবল বয়স্কদের জন্যই পরিষেবা দেওয়া হবে| তাছাড়া গত দশদিন ধরেই কেবল নোট বাতিল নিয়েই কাজ করেছেন ব্যাঙ্ক কর্মীরা| অন্যান্য পরিষেবা প্রায় শিকেয় উঠেছে| এই অবস্থায় ব্যাঙ্কগুলোকে ঘর গোছানোর সুযোগ দেওয়া হল| এ দিন এস বি আইএর চেয়ারম্যান অরুন্ধতী ভট্টাচার‌্য জানিয়েছেন, পেট্রোল পাম্পগুলো চেক দিলে তাদের টাকা দেওয়া হবে| খুচরো সমস্যার জেরে দেশের অনেক জায়গায় পেট্রোল পাম্পগুলো বন্ধ হতে বসেছে| তাই জরুরি ভিত্তিতে খুচরো দেওয়ার এই সিদ্ধান্ত|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *