বিশাখাপত্তনম, ১৮ নভেম্বর (হি.স.) : দ্বিতীয় দিনেই শুরু স্পিনের দাপট| প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভারতের দাপট অব্যাহত| ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন থেকেই বনবন করে ঘুরছে বল| শুক্রবার ১৬৭ রােন অধিনায়ক বিরাট কোহলি ফিরতেই শুরু হয়ে গেল ভারতের ব্যাটিং ধস |৪৫৫ রানে শেষ হয় কোহলিদের ইনিংস | দিনের শেষে অ্যালেস্টার কুকদেরও পড়ে গেল ৫ উইকেট| দলীয় ১০৩ রান নিয়ে ক্রিজে আছেন বেন স্টোকস (১২) ও জনি বেয়ারস্টো (১২)|
গতকালের ৪ উইকেটে ৩১৭ রান নিয়ে খেলা শুরু করে আজ সকালে প্রথমে কোহলির উইকেট হারায় ভারত| ১৬৭ রান করে ফিরে যান ভারতের অধিনায়ক| দ্বিতীয় দিনেই বনবন করে বল ঘুরছে| কোহলি ফিরতেই শুরু হয়ে গেল ভারতের ব্যাটিং ধস| দ্বিতীয় দিনের শুরুতে ভাইজ্যাগের পিচ হয়ে উঠল স্পিনার-বন্ধু উইকেট| কোহলি ফিরে যাওয়ার পর ঋদ্ধিমান সাহা (৩) ও রবীন্দ্র জাডেজা (০) দ্রুত আউটে হয়ে যান| জাডেজার আউটটি নিয়ে অবশ্য সন্দেহ রয়েছে| ৩৬৩ রানে ৭ উইকেট খুইয়ে চাপে পড়ে যাওয়া ভারতকে সাড়ে চারশো পার করে দেন রবিচন্দ্রন অশ্বিন (৫৮) ও প্রথম টেস্ট খেলতে নামা জয়ন্ত যাদব (৩৫)| ইংল্যান্ডের হয়ে সর্বাধিক তিন উইকেট সংগ্রহ করেছেন জেমস আন্ডরসন|
রাজকোটের পাটা উইকেট রানের বন্যা বয়েছে| তবে ভাইজ্যাগের পিচ দেখে প্রথম দিন কোহলি বলেছিলেন, ব্যাটসম্যাদের এখানে লড়াই করতে হবে| কিন্তু প্রথম দিন জোড়া সেঞ্চুরিতে সেসব আর মনে নেই| কিন্তু ভারত অধিনায়কের পর্যবেক্ষণ এবার ফলত টের পেলেন ইংল্যান্ড ব্যাটসম্যানরাও| ভারতের ৪৫৫ রানেরজবাবে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই অধিনায়ক কুকের উইকেট হারায় ইংল্যান্ড| মাত্র ২ রান করেন কুক| অসাধারণ একটি বলে তাঁর অফ স্ট্যাম্প দু টুকরো করে দেন মহম্মদ শামি| এরপর জো রুট (৫৩) লড়াই করছিলেন| কিন্তু অশ্বিন তাঁকে ফিরিয়ে দেওয়ার পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড| আগামীকাল ভারতের বোলারদের এই পারফরম্যান্স বজায় থাকলে সিরিজে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেই পারেন কোহলিরা|
2016-11-19