নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ কল্যাণীতে এসবিআই এর এটিএম কাউন্টারে শর্ট সার্কিট থেকে অগ্ণিকান্ড৷ ১টি

ইঞ্জিন এসে আগুন আয়ত্ত্বে আসে, এলাকায় চাঞ্চল্য৷ শুরুতে এলাকাবাসী ধোঁয়া দেখে অগ্ণি নির্বাপক দপ্তরে খবর দেয়৷ অগ্ণিনির্বাপক দপ্তরের ১টি ইঞ্জিন এসে তৎপরতার সাথে আগুন আয়ত্ত্বে আনে এটিএমটি অগ্ণিকান্ডে আংশিক ক্ষতি হয়েছে৷ আর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্ণিকান্ডের সূচনা বলে অগ্ণিনির্বাপক দপ্তরের কর্তাদের অভিমত৷
প্রধানমন্ত্রী মোদির ৫০০ ও হাজার টাকার নোট বাতিলের ঘোষণায় যখন গোটা দেশ সহ রাজ্যে ব্যাঙ্ক থেকে সাধারণ মানুষ রীতিমত হেনস্তার শিকার৷ এই পরিস্থিতিতে রাজ্যের অধিকাংশ এটিএম গুলো অকেজো অবস্থায় শুধুমাত্র সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে৷ এই অবস্থায় রাজধানী আগরতলার কল্যাণীতে ভারতীয় স্টেট ব্যাঙ্কের একটি এটিএম কাউন্টারে অগ্ণিকান্ডের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ এদিন সকালে এলাকাবাসী কাউন্টারটিতে [vsw id=”oz0UUi-mPxc” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]ধোঁয়া দেখে এগিয়ে এসে দেখতে পায় মুহূর্তে এই এটিএমটিতে আগুন ধরে গেছে৷ এর মধ্যেই সাধারণ মানুষ বালি ও জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে৷ সঙ্গে সঙ্গে অগ্ণি নির্বাপক দপ্তরে খবর দেওয়া হলে সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা এসে আগুন পুরোপুরি নেভায়৷ আর ধোঁয়া দেখেই সাধারণ মানুষ ঘটনা আঁচ করতে পারে বলে জনৈক প্রত্যক্ষদর্শীর অভিমত৷
আর এলাকাবাসী প্রাথমিক ভাবে আগুন নেভানোর কাজটা সেরে ফেলেছেন বলে জানালেন অগ্ণিনির্বাপক দপ্তরের জনৈক কর্তা৷
এই এটিএমে অগ্ণিকান্ডের ঘটনায় গোটা কল্যাণীতে বর্তমানে চাঞ্চল্যকর পরিস্থিতি৷ পাশাপাশি এই অগ্ণিকান্ডের ঘটনায় গোটা কল্যাণী এলাকায় সবধরনের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়েছে৷