নয়াদিল্লী, ১৫ নভেম্বর৷৷ বাতিল নোট ইস্যুতে সিপিএম পলিটব্যুরোর বৈঠকে গভীর চিন্তা ব্যক্ত করেছেন সদস্যরা৷ সারা দেশে এর প্রভাব পড়েছে, এনিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে৷ বৈঠক শেষে সিপিএম পলিটব্যুরো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নোট বাতিলের জেরে গোটা দেশে অর্থনৈতিক ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে৷ কেন্দ্রের এই পদক্ষেপে ভুক্তভোগী সাধারণ মানুষ৷ সিপিএম পলিটব্যুরোর দাবি, যে উদ্দেশ্যে মোদি সরকার এই পদক্ষেপ নিয়েছে তা সাধিত হবে না৷ সারা দেশে, বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে নোট বাতিলের জেরে যেই মারাত্মক প্রভাব পড়েছে তাতে উদ্বেগ প্রকাশ করেছে পলিটব্যুরো৷ এই সমস্ত কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত বাতিল নোট পুনরায় বাজারে লেনদেন করার সুযোগ দেওয়ার দাবী জানিয়েছে পলিটব্যুরো৷ এদিন বৈঠকে পলিটব্যুরো সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা এবং কেরল সরকার পৃথক ভাবে এই বিষয়ে বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য দাবী জানানোর প্রস্তাব গৃহীত হয়েছে৷
এদিকে, প্রত্যেক রাজ্যে সিপিএমের ইউনিট কমিটিগুলি এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করারও প্রস্তাব গৃহীত হয়েছে৷ এদিন বৈঠকে অবসরপ্রাপ্ত সেনা কর্মীর আত্মহত্যায় সমবেদনা জানাতে গিয়ে আম আদমি পার্টি এবং কংগ্রেস যেভাবে হেনস্থার শিকার হয়েছে তার নিন্দা জানিয়েছে সিপিএম পলিটব্যুরো৷
2016-11-16