নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): একই লোকের একাধিকবার টাকা জমা দেওয়া আটকাতে অভিনব সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার| এবার নির্বাচনের মতোই ব্যাঙ্কে টাকা জমা দেওয়ার সময় গ্রাহকদের হাতে লাগানো হবে কালি| যাতে একই ব্যক্তি বারবার টাকা জমা দিতে না পারেন| মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ সচিব শক্তিকান্ত দাস| একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যাতে টাকা তোলা নিয়ে হয়রানি বা গুজব না ছড়ানো হয় সেই আর্জিও জানান তিনি|
মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থসচিব জানান, ‘ব্যাঙ্কের একই শাখায় বা বিভিন্ন শাখায় বারবার পুরনো নোট বদলে অনেকে কালো টাকা সাদা করে নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি| অনেক জায়গা থেকে খবর এসেছে যে, দলে দলে ভাগ হয়ে বিভিন্ন ব্যক্তি মোটা অঙ্কের নগদ বদলে নিচ্ছেন| ব্যাঙ্কের সামনে লম্বা লাইন হওয়ার এটা একটা বড় কারণ|’ মঙ্গলবার থেকেই বড় শহরগুলিতে টাকা বদলানোর সময় আঙুলে কালির দাগ দেওয়া শুরু হবে বলেও জানান তিনি| বিশেষজ্ঞ মহলের ধারনা, কালো টাকা সাদা করতে অনেকেই দরিদ্রদের প্রলোভন দেখিয়ে কাজ হাসিল করতে চাইছে| তা আটকাতেই হয়তো এই অভিনব সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার|
2016-11-15