রাতে শহর আগরতলা নিরাপদ নয়, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে পরামর্শ উদ্বিগ্ণ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর ৷৷ রাতে শহর আগরতলা নিরাপদ নয় বলে গভীর চিন্তা ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী

শুক্রবার লেইক চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ নিজস্ব ছবি৷
শুক্রবার লেইক চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ নিজস্ব ছবি৷

মানিক সরকার৷ এনিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাতে আগরতলা শহর অবৈধকারবারীদের হাতে চলে গেছে৷ বিশেষ করে আস্তাবল ময়দান নেশাকারবারীদের আখড়ায় পরিণত হয়েছে৷ শহরে আনাচে কানাচে এধরনের অবৈধ কাজ হচ্ছে৷ শুক্রবার লেইক চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী এভাবেই রাতে আগরতলা শহরের অন্ধকারময় দিকের বর্ণনা দিয়েছেন৷
এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাতে আগরতলা শহর আর নিরাপদ নয়৷ তাঁর বক্তব্য, আস্তাবল ময়দান রাত হতেই নেশাকারবারীদের দখলে চলে যায়৷ শহরের বিভিন্ন গুপচি স্থানে অবৈধ কারবার চলছে৷ মুখ্যমন্ত্রীর এই দাবি কোনভাবেই খাটো করে দেখার সুযোগ নেই৷ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এবিষয়ে সম্পূর্ণ তথ্যই তার কাছে থাকার কথা৷ তাছাড়াও সম্প্রতি রাতে আগরতলা শহরে উন্মুক্ত যুবকদের তান্ডব প্রায়ই শহরবাসী লক্ষ্য করে থাকেন৷ মদ্যপ অবস্থায় যুবকরা উদ্যাম গতিতে বাইক চালান৷ কয়েকদিন আগে আশ্রম চৌমুহনীতে এমনই এক দুঃখজনক ঘটনার সাক্ষী শহরবাসী৷ মদ্যপ যুবকের বাইকের ধাক্কায় কর্তব্যরত টিএসআর হাবিলদার প্রাণ হারিয়েছেন৷ এছাড়াও প্রতিদিনই উঠতি বয়সের যুবকদের বাইকের তান্ডব লক্ষ্য করা যায়৷ রাতে শহরে পুলিশি টহল থাকলেও ঐ বাইক চালকদের টিকির নাগাল পাওয়া তাদের পক্ষে সম্ভব হয় না৷ এছাড়াও শহরের বেশ কয়েকটি স্থানে মদ্যপ অবস্থায় উশৃঙ্খলতায় অভিযোগ প্রায়ই মিলছে৷
এই সমস্ত ঘটনাবলী সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী৷ অবশেষে আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কঠোর নির্দেশ দিলেন তিনি৷ আগরতলা পুর নিগমের মেয়রের উদ্দেশ্যে তিনি শহর আগরতলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছেন৷ আস্তাবল ময়দানে যে আলো রয়েছে তা যথেষ্ট নয় বলে মুখ্যমন্ত্রী মনে করেন৷ তাই আস্তাবল ময়দানের আলো বাড়ানোর জন্য তিনি পুর নিগমের মেয়রকে বলেছেন৷ সাথে আগরতলা শহরের বিভিন্ন আনাচে কানাচে পর্যাপ্ত আলো সুনিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রী নিগমের মেয়রকে নির্দেশ দিয়েছেন৷
এদিকে, রক্তদান শিবিরের উদ্বোধন করতে এসে বাজারের দ্বিতল ভবন নির্মাণ, কাটাখালের সংস্কার সহ একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ এই পরিকল্পনাগুলি বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা চাইলেন মুখ্যমন্ত্রী৷
বিধানসভা নির্বাচন এখনো প্রায় ষোল মাস বাকি, কিন্তু এরই মধ্যে মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যে অনেকটাই নির্বাচনী উত্তাপ পেলেন লেইক চৌমুহনী বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা৷ এদিন লেইক চৌমুহনী বাজার উন্নয়ন কমিটির উদ্যোগে বাজার প্রাঙ্গনে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ এই রক্তদান শিবিরে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ পরে অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বক্তব্য রাখতে গিয়ে এই রক্তদান শিবিরের ব্যবস্থা করার জন্য উদ্যোক্তাদের ভূয়ষি প্রশংসা করেন৷ তবে, মুখ্যমন্ত্রীর বক্তব্যের বেশিরভাগই ছিল লেইক চৌমুহনী বাজার ও সংশ্লিষ্ট এলাকায় উন্নয়ন৷ মুখ্যমন্ত্রী জনগণের দাবির গুরুত্ব বিবেচনা করেই লেইক চৌমুহনী বাজারের দ্বিতল ভবন নির্মাণের কাজ শীঘ্রই শুরু করা হবে৷ নতুন বাজারে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পৃথক শৌচালয় হবে৷ এই নির্মাণ কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে বাজারের ব্যবসায়ী এবং স্থানীয়দের সহযোগিতা চাইলেন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *