অবশেষে ঐতিহাসিক পরমাণু চুক্তি সই করল ভারত-জাপান

india-japan-pmটোকিও, ১১ নভেম্বর (হি.স.) : অবশেষে ঐতিহাসিক পরমাণু চুক্তি সই করল ভারত-জাপান| দুদিনের জাপান সফরে শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে এই চুক্তি সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এদিন চুক্তির পরই বিদেশমন্ত্রকের তরফে টুইট করা হয়| লেখা হয়, স্বচ্ছ, সৱুজ বিশ্বের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের ঐতিহাসিক চুক্তি|
শেষ ৬ বছর ধরে এই চুক্তি নিয়ে আলোচনা চলছিল ভারত ও জাপানের মধ্যে| এর আগেই, গত ডিসেম্বরে জাপ প্রধানমন্ত্রীর ভারত সফরের সময়ই অসামরিক পরমাণু চুক্তির ক্ষেত্রে বৃহত্তর ঐকমত্যে পৌঁছালেও কিছু জায়গায় দ্বিমত থাকায় সেই সময় চুক্তি স্বাক্ষরিত হয়নি| যেহেতু জাপানই একমাত্র পরমাণু বোমা আক্রান্ত দেশ, তাই সে দেশের সাধারণ মানুষ চুক্তি নিয়ে বারবরাই বিরোধিতার সুর তুলেছিলেন| সেই সব বাধা বিপত্তি পেরিয়েই এই চুক্তি সেরে ফেললো দুদেশ| এদিন টোকিওতে দুই প্রধানমন্ত্রীর দীর্ঘক্ষণ বৈঠক হয়| এরপরই চুক্তি স্বাক্ষর করেন দুদেশের প্রতিনিধিরা|
বৈঠকে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং ভারতে মার্কিন সংস্থার পরমাণিক বিদু্যত্ চুল্লি নির্মাণের জন্য পরিকাঠামোগত সহযোগিতার বিষয়গুলি উত্থাপিত হয়| এই চুক্তির ফলে, ভারতে পরমাণু প্রযুক্তি রফতানি করতে পারবে জাপান| প্রসঙ্গত, ভারতই হল পরমাণু অস্ত্রপ্রসার রোধ চুক্তি (এনপিটি) স্বাক্ষর না করা প্রথম দেশ যাদের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করল জাপান|
এদিন প্রধানমন্ত্রী বললেন, শান্তিপূর্ণ পথে পরমানু শক্তি ব্যবহারের এই চুক্তি দুদেশের উন্নতিতে বিপুল সাহায্য করবে| এই চুক্তি ফলে পরমাণু শক্তি ব্যবহারের জন্য উন্নতমানের প্রযুক্তি দিয়ে ভারতকে সাহায্য করবে জাপান| পাঠানো হবে নিউক্লিয়ার রিয়েক্টর ও জ্বালানিও|
কূটনৈতিক মহলের মতে, এর থেকেই পরিষ্কার, দুই দেশের মধ্যে বিশ্বাস ও আস্থা কতটা রয়েছে| এই চুক্তির ফলে, দ্বিপাক্ষিক অর্থনৈতিক এবং নিরাপত্তা-সংক্রান্ত সম্পর্ক আরও বলিষ্ঠ হবে বলেই মনে করা হচ্ছে|
আন্তর্জাতিক মহলের মতে, পরমাণু বিদু্যত্ উপাদনকারী দেশের নিরিখে বিশ্বের অন্যতম বৃহত্তম হল জাপান| তাই এই চুক্তির ফলে, ভারতে পরমাণু বিদু্যত্কেন্দ্র নির্মাণ করার সুবিধা হবে মার্কিন সংস্থার| কারণ, ওই সংস্থাগুলির সঙ্গে গাঁটছড়া রয়েছে জাপানের|
জাপানের আগে, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, ফ্রান্স, নামিবিয়া, আর্জেন্টিনা, কানাডা, কাজাখস্তান এবং অস্ট্রেলিয়ার সঙ্গেও অসামরিক পরমাণু চুক্তি রয়েছে ভারতের|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *