সড়ক দুর্ঘটনা, হতাহত পাঁচ

road acccident copyঢেকিয়াজুলি (অসম), ১০ নভেম্বর, (হি.স.) : শোণিতপুর জেলার ঢেকিয়াজুলি অঞ্চলের ডাঙাবস্তিতে এক সড়ক দুৰ্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা গেছে, জাতীয় সড়কে দাঁড়িয়ে ছিল একটি ট্ৰাক। আচমকা পেছন থেকে একটি অ্যাল্টো কার এসে সজোরে ধাক্কা মারে ট্রাককে। ফলে যা হওয়ার, বনেট-সহ অ্যাল্টোটি একেবারে ঢুকে যায় ভারী ট্রাকের নীচে। এ-ঘটনায় ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে মারা গেছেন অরূপ রায় এবং ব্ৰজেন শৰ্মা নামের অ্যাল্টোর দুই আরোহী। অরূপবাবুর বাড়ি নগাঁওয়ের লংকায় এবং ব্ৰজেন শৰ্মার বাড়ি গুয়াহাটিতে। গুরুতর আহত তিন যুবক বিতোপন ডেকা, ধনজিৎ ডেকা এবং নয়নজ্যোতি ডেকাকে ঢেকিয়াজুলি মনবর নাথ হাসপাতালে ভরতি করা হয়েছে।