নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.): বস্তাভর্তি পোড়া পাঁচশো ও হাজার টাকার নোট উদ্ধার হল উত্তরপ্রদেশের বেরিলিতে| পুলিশের অনুমান, বেরিলির সিবি গঞ্জের পারসা খেডা রোডের একটি অফিসের কর্মচারীরা এই নোট পুড়িয়ে বস্তায় ভরে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যায়| এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ককে জানানো হয়েছে|
অন্যদিকে, মহারাষ্ট্রের তিতওয়ালায় ডিএনএস ব্যাঙ্কের কাছে একটি ডাস্টবিনে বস্তাভর্তি বাতিল পাঁচশো ও হাজার টাকার নোট দেখতে পাওয়া যায়| গত মঙ্গলবার মধ্যরাত থেকে পুরনো পাঁচশো ও হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার| এরপরই এই দুই ঘটনা প্রকাশ্যে এল|
2016-11-10