নগাঁও (অসম), ১০ নভেম্বর, (হি.স.) : নগাঁও জেলার জুরিয়া অঞ্চলের ফাকুলিতে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবরে প্রকাশ গতকাল বুধবার রাতে বষ়োবৃদ্ধ জনৈক আলি হুসেনকে ধরালো অস্ত্র দিয়ে খুন করেছে লাল মামুদ নামের এক পুলিশ জওয়ান।
পারিবারিক বিবাদের জেরেই এই খুনোখুনি বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ অফিসার। ঘটনা সম্পর্কে ইতিমধ্যে থানায় এক মামলা রুজু করা হয়েছে। খুনি ফেরার লাল মামুদকে ধরতে তালাশি চালানো হচ্ছে বলেও জানান অফিসার।
2016-11-10