নোট বাতিল নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে ঃ বিজেপি

bjp-noteনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ নোট বাতিল নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন বিজেপি রাজ্য কমিটির সভাপতি বিপ্লব দেব৷ মূলত, চলতি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পদক্ষেপকে ঘিরে যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে তারই খন্ডন করে এই মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি৷ তাঁর মতে, যে সমস্ত রাজনৈতিক দল কালো টাকা রেখে রাজনীতি করত তাদের মাথায় বাজ পড়েছে৷
বুধবার দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই দাবি করে বিজেপি রাজ্য সভাপতি মনে করেন রাজনীতিতে কালো টাকা ব্যবহৃত হচ্ছিল৷ তাতে লাগাম টানার সম্ভব হয়েছে৷ এদিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পদক্ষেপকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেছেন তিনি৷ বিপ্লববাবুর দাবি, এই পদক্ষেপে দেশের ৮০ শতাংশ গরিবের জন্য লাভদায়ক হবে৷ কারণ, জাল নোট, দুর্নীতি এবং কালো টাকা রোধে এই পদক্ষেপ কার্যকরী ভূমিকা নেবে৷ এদিন তিনি বলেন, দেড় বছর আগে থেকেই দেশে আর্থিক সংস্কার শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এর জেরে এবছর সেপ্ঢেম্বর পর্যন্ত আয়ের হিসাব দেখানোর ফলে ১ লক্ষ ২৫ হাজার কোটি কালো টাকা উদ্ধারে সক্ষম হয়েছে কেন্দ্রীয় সরকার৷
এদিন তিনি বলেন, কালো টাকার প্রভাব ত্রিপুরাতেও দেখা যাচ্ছে৷ কিন্তু এখন প্রধানমন্ত্রীর এই পদক্ষেপে লাগাম টানা সম্ভব হবে৷ যখন চেকের মাধ্যমে টাকা সংগ্রহ করা হবে তখন স্বাভাবিকভাবেই কালো টাকা বেরিয়ে আসবে৷ এদিকে, বিদেশের ব্যাঙ্কে গচ্ছিত ভারতীয়দের কালো টাকা ফিরিয়ে আনার প্রসঙ্গে তিনি জানান, নিয়ম কানুনের কিছু গন্ডি রয়েছে৷ বিদেশমন্ত্রক এবং অর্থমন্ত্রক এই বিষয়ে ক্রমাগত কাজ করে চলেছে৷ তাঁর দাবি, বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনার যে প্রতিশ্রুতি লোকসভা নির্বাচনের আগে বিজেপির তরফে দেওয়া হয়েছিল তা পূরণ করা সম্ভব হবে৷ পাশাপাশি এদিন তিনি, নোট বাতিলের জেরে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *