টানা বৃষ্টিতে পেট্রোল সংকটের আশঙ্কায় পাম্পে ক্রেতাদের ভীড়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ রাজ্যে টানা তিনদিন যাবৎ বৃষ্টি হচ্ছে৷ এতে পেট্রোলের সংকট আবার দেখা দিতে পারে আশঙ্কায় ক্রেতারা পাম্পে ভীড় করছেন৷ শুক্রবার বিকাল থেকে শুরু করে রবিবার পর্য্যন্ত তিনদিন শহরের বিভিন্ন পাম্পে পেট্রোলের জন্য ক্রেতাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গিয়েছে৷ শুক্রবার অবশ্য রাজধানী আগরতলা শহরের বেশীরভাগ পাম্পেই পেট্রোল ছিল না৷ শুধুমাত্র গণরাজ চৌমুহনীতে জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে৷
এরপর শনিবারও শহরের সিংহভাগ পাম্পে পেট্রোল মিলেনি৷ রবিবার শহরের বেশীরভাগ পাম্পেই পেট্রোল পৌঁছে গিয়েছে৷ তারপরও ক্রেতাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গিয়েছে৷ বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জানা গিয়েছে, আগের মতো যদি আবার পেট্রোলের সংকট সৃষ্টি হয় তাহলে সমস্যায় পড়তে হবে৷ তাদের কথায় যদি আবার আসামা-আগরতলা জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ এই আশংকাতেই তাড়া পাম্পে ভীড় করছেন৷ এদিকে, একটি পাম্পের কর্মকর্তারা জানিয়েছেন, ক্রেতারা প্রয়োজনের অতিরিক্ত পেট্রোল ক্রয় করছেন৷ যদি এমন অবস্থা চলতে থাকে তাহলে কৃত্রিম সংকট দেখা দিতে পারে৷