দক্ষিণ জেলার ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখলেন স্বাস্থ্যমন্ত্রী

Healthনিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৪ নভেম্বর৷৷  দক্ষিন জেলার ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবং বর্তমানে স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরীর নির্বাচনী ক্ষেত্রে ম্যালেরিয়ার প্রাদুভাবের অবস্থা জানতে আজ বিলোনীয়া সার্কিট হাউসে জেলার ৫ বিধায়ক, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুর ও নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন, জেলা সভাধিপতি সি এম ও বিলোনীয়া ও শান্তির বাজারের এস ডি এম ও, জেলার সব এম ও আই সি এবং পূর্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেন স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী৷ যেহেতু স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য  ব্যাবস্থা নিয়ে বৈঠক তাই বৈঠকে ছিলেন মিশন অধিকর্তা ডাক্তার শৈলেশ যাদব৷ স্বাস্থ্য সচিব ডাঃ রাকেশ সরোয়াল, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ জে কে দেববর্মা৷ মন্ত্রী জানান জেলার স্বাস্থ্য বিভাগের মনোয়নপত্র এবং পরিকাঠামো গত উন্নয়ন নিয়ে মূলত আলোচনা এবং  এই বিষয়ে বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে৷ জেলার নতুন করে আরো দুটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মঞ্জুরী দেওয়া হয়েছে৷ একটি বিলোনীয়া ত্রিপুরা বাজারে এবং অপরটি সাব্রুমের মনুঘাটে৷ এছাড়া অতিদ্রুত কাজ শেষ করে রাজনগর ও শ্রীনগর সি এইচ সি এবং রাধানগর পি এইচ সি চালু করা৷ সাব্রুমে ১০০ বেডের মহকুমা হাসপাতালের কাজ শুরু করার নির্দেশ৷ মতাই, মুহরীপুর, বীরচন্দ্র মনু, বাইখোাড়া এবং মাইছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে এন এইচ এম এর আওতায় আনার কথা বলেন৷ মন্ত্রী নিদিষ্ট দিনের মধ্যে নিদিষ্ট কাজ সম্পন্ন করার কথা বলেন এবং যারা চাকরী করেন এবং বাইরে আবার ব্যাবসা করেন সেই সব ফার্মাসিষ্ট এবং টেকনেশিয়ানদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার কথা বলেন৷ রাজ্যে ডাক্তার ঘাটতির কথা স্বীকার করেন এবং উপনির্বাচনের পরে স্টাফ নার্স, টেকনেশিয়ান সহ অন্যান্য কর্মী নিয়োগ করা হবে বলে জানান৷ একটি পরিসংখ্যান দিয়ে জানানো হয় গত ৬ মাসে বিলোনীয়া হাসপাতালে ভর্ত্তি ছিল প্রায় সাড়ে নয় হাজার রোগী এবং ওপিডি-তে পরিষেবা নেয় ৩৫৫৫৬ জন৷ যা সাব্রম এবং শান্তির বাজার জেলা হাসপাতাল থেকে অনেক বেশী৷ শান্তির বাজারে ভর্ত্তি ৪০০০ এবং ওপিডি ১৯৭৪৯, সাব্রুমে ৫৫০০ এবং ওপিডি ১০৫০০ জন৷ তবুও মুখ্যমন্ত্রী মানিক সরকার  জেলা সদরে জেলা হাসপাতাল না  গড়ে জেলা হাসপাতাল দিলেন শান্তির বাজারে৷ দীর্ঘ দুবছর হয়ে গেলে ও কোন উন্নয়ন হয়নি জেলা হাসপাতালের৷ আজ পরিকাঠামোগত উন্নয়ন দেখতে জেলা হাসপাতালে যান স্বাস্থ্য সচিব সহ অন্যান্যরা৷ আগামী ১৭ সালের মে মাসের মধ্যে সবকিছু চালু করার নির্দেশ দেন৷ লিফট থেকে ওটি সবকিছু চালু করার কথা বলেন৷ ম্যালেরিয়ায়  মৃত্যুর কথা স্বীকার করে মন্ত্রী বর্তমানে তা নিয়ন্ত্রনে রয়েছে বলে জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *