কলকাতা, ৪ নভেম্বর (হি.স.): চলতি মাসের ১১ তারিখ (শুক্রবার) থেকে শুরু হচ্ছে ২২ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব| চলবে ১৮ নভেম্বর পর্যন্ত| উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত থাকবেন বিগ বি অমিতাভ বচ্চন ও তাঁর স্ত্রী জয়া বচ্চন| উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অভিনেতা সঞ্জয় দত্ত এবং অভিনেত্রী কাজলও| এবারের চলচ্চিত্র উত্সবের থিম হল ‘সিনেমা ফর অল’|
এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে দেখানো হবে ৬৫টি দেশের মোট ১৫৫টি ছবি| তার মধ্যে ৭টি ছবি রয়েছে চিনের|
2016-11-04