মুম্বই, ৪ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রের রাজধানী মুম্বই থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে অবস্থিত ৱুলধানা জেলা| এই জেলাতেই ঘটে গেল বর্বরোচিত ঘটনা| ১২ জন নাবালিকা আদিবাসী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল তাদের শিক্ষক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে| এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মোট ১১ জনকে| ধৃতদের মধ্যে ৭ জন পেশায় শিক্ষক| বাকি চারজন স্কুলের কর্মী| প্রত্যেকেই ‘নিনাধি আশ্রম স্কুল’-এ কর্মরত| নক্ক্যারজনক এই ধর্ষণের ঘটনায় এখনও অধরা বেশ কয়েকজন| অভিযোগ, দীপাবলির ছুটিতে বাড়ি যাওয়ার আগে, স্কুলে পাঠরত ১২ জন উপজাতি সম্প্রদায়ের ছাত্রীকে ধর্ষণ করে তারা| নির্যাতিতাদের প্রত্যেকেরই বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে| দীপাবলির ছুটিতে বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে তাঁরা| ডাক্তারের কাছে নিয়ে গেলে জানা যায় তাঁদের মধ্যে তিনজন সন্তানসম্ভবা| তখনই বাড়ির লোককে সবকিছু জানায় নির্যাতিতারা| সত্বর পুলিশের কাছে অভিযোগ জানানো হয়|
ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার রাতেই ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ| অভিযুক্তদের মধ্যে স্কুলের প্রধান শিক্ষক দিগম্বর খারাট ও চেয়ারম্যান গজানন কোকাডেও রয়েছে| তাদের বিরুদ্ধে শিশু সুরক্ষা আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে|
2016-11-04