শ্রীনগর, ৪ নভেম্বর (হি.স.): বড়সড় সাফল্য পেল উপত্যকার পুলিশ| শুক্রবার সকালে উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোর থেকে গ্রেফতার করা হল লস্কর-ই-তৈবা জঙ্গি ওমর খালিক মীর ওরফে সমীরকে| সোপোরে পুলিশ কন্ট্রোল রুম-এর তরফে জানানো হয়েছে, বারামুল্লা জেলার তাপ্পার এলাকায় নিজ বাসভবনের কাছেই গ্রেফতার করা হয় লস্কর-ই-তৈবা জঙ্গি ওমর খালিককে| পুলিশ জানিয়েছে, ধৃত লস্কর জঙ্গির বয়স অনুমানিক ২৩-২৫ বছরের মধ্যে| পাক অধিকৃত কাশ্মীর থেকে ট্রেনিং নিয়েছিল সে|
উরি হামলার জবাব দিতে গত ২৯ সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনা| খতম করা হয় প্রায় ৪০ জঙ্গিকে| তারপর থেকেই নিয়ন্ত্রণ রেখা বরাবর চড়াও রয়েছে পাকিস্তানি রেঞ্জার্স| গত এক মাসে প্রায় ৬০ বার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান সেনা| এমতাবস্থায় ওমরের গ্রেফতারি পাকিস্তানকে কোণঠাসা করতে সাহায্য করবে বলে আশা গোয়েন্দাদের|
2016-11-04