লখনউ, ৩ নভেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বৃহস্পতিবার থেকে রাজ্য সফর শুরু করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব| মার্সিডিজ রথ ও হাইড্রোলিক লিফট নিয়ে অখিলেশ এদিন সকালে শুরু করেন তাঁর ‘বিকাশ রথ যাত্রা’| রথযাত্রার মঞ্চ থেকে জোটের বার্তাও দিয়ে দিলেন অখিলেশ| তাঁর মন্তব্য জোটের জন্যে দরজা খোলা আছে| তাঁরা ক্ষমতায় ফিরে নবীনদের নিয়ে সরকার গড়বেন বলে আত্মবিশ্বাসের সুরে অখিলেশ জানান|
এদিনের অনুষ্ঠানের সূচনায় মুলায়ম সিংহ যাদবের উপস্থিত থাকার কথা থাকলেও তাঁর ঘোর বিরোধী কাকা শিবপালের থাকার কথা ছিল না| কিন্তু সকলকে চমকে অনুষ্ঠানের সূচনালগ্নে উপস্থিত হন শিবপাল যাদব| এদিন অখিলেশ এই রথযাত্রার মাধ্যমে রাজ্যে রাজনৈতিক প্রচারও শুরু করে দিলেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারনা|
2016-11-04