কাঠমাণ্ডুতে গ্রেফতার দাউদের ঘনিষ্ঠ সহযোগী রবিরাজ সিং

nepalকাঠমাণ্ডু, ৪ নভেম্বর (হি.স.): নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে গ্রেফতার করা হল আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগীকে| ধৃতের নাম রবিরাজ সিং| তদন্তকারীরা জানিয়েছেন, নেপালে জালনোট চক্র চালাত ধৃত রবিবাজ সিং| দাউদের ঘনিষ্ঠ এই সহযোগীকে গ্রেফতার করে বড়সড় সাফল্য পেলেন গোয়েন্দারা|
দীর্ঘদিন ধরেই দাউদকে ধরার চেষ্টা চালাচ্ছে ভারত সরকার| বিভিন্ন সূত্র বলছে, আন্ডারওয়ার্ল্ড ডন পাকিস্তানেই গা ঢাকা দিয়েছে রয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *