মোটর পার্টসের দোকানে উদ্ধার বিস্তর বিলেতি মদ

tripura-policeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ বর্ডার গোলচক্কর বাজারে মদ বিরোধী অভিযান চালিয়ে একটি পার্টসের দোকান থেকে প্রচুর বিলেতি মদ উদ্ধার করেছে বটতলা আউট পোস্টের পুলিশ৷ বটতলা আউটপোস্টের পুলিশ বুধবার বর্ডার গোলচক্কর বাজারে মদ বিরোধী অভিযান চালায়৷ অভিযান চালিয়ে একটি পার্টসের দোকান থেকে প্রচুর পরিমাণে বিলেতি মদ উদ্ধার করে পুলিশ৷ অবশ্য এব্যাপারে  কাউকে গ্রেপ্তার করতে পারেনি৷ এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বটতলা আউট পোস্টের ওসি জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *