দেশব্যাপী পেট্রোল পাম্প ধর্মঘট ১৫ই

petrolনয়াদিল্লী, ২ নভেম্বর (হি.স.)৷৷ আগামী ১৫ নভেম্বর বন্ধ থাকবে দেশের প্রায় সমস্ত পেট্রোল পাম্প৷ বিভিন্ন দাবীতে আগামী ১৫ নভেম্বর দেশজুড়ে পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দিয়েছে পেট্রোল পাম্প ডিলারস এসোসিয়েশন৷ বুধবার সংগঠনের পক্ষে একথা জানানো হয়েছে৷ সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে কমিশন বৃদ্ধি সহ একগুচ্ছ বকেয়া দাবিদাওয়া রাষ্ট্রায়ত্ব তেল সংস্থাগুলিকে জানানো হলেও কোনও হেলদোল নেই তাঁদের৷ এই পরিস্থিতিতে তেল সংস্থাগুলির কর্তাদের ঘুম ভাঙাতে ধর্মঘট ছাড়া পথ নেই তাঁদের কাছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *